শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদ ছাড়লেন ফজলে কবির

সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদ ছাড়লেন ফজলে কবির

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব পাওয়ায় সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদ ছেড়েছেন গভর্নর ফজলে কবির।

এর আগে শনিবার (১৯ মার্চ) বিকেলে গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এস এম আসাদুজ্জামান জানান, রোববার (২০ মার্চ) থেকে নতুন গভর্নর হিসেবে আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করবেন ফজলে কবির।

গত ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় গভর্নর পদ থেকে পদত্যাগ করেন আতিউর রহমান। পরে সাবেক অর্থসচিব ফজলে কবিরকে নতুন গভর্নরের দায়িত্ব দেওয়া হয়।