রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > নিরাপত্তা পরিদর্শনে শাহজালালে যুক্তরাষ্ট্র প্রতিনিধিদল

নিরাপত্তা পরিদর্শনে শাহজালালে যুক্তরাষ্ট্র প্রতিনিধিদল

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: নিরাপত্তা বিষয় খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্রের ৫ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করছেন।

রোববার (১৩ মার্চ) সকালে প্রতিনিধিদলটি বিমানবন্দর পরিদর্শনে যান।

বিমানবন্দর আমর্ড পুলিশের (এপিবিএন) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলমগীর হোসেন শিমুল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রোববার সকালে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল বিমানবন্দর পরিদর্শনে এসেছেন। তারা তাদের পরিদর্শন কার্যক্রম পরিচালনা করছেন।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত ৫ মার্চ যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদলও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে।

বেবিচক সূত্র জানায়, হঠাৎ করে নিরাপত্তা ইস্যুতে আঙুল তুলে ব্রিটেন বাংলাদেশ থেকে সরাসরি কার্গো বিমান যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে।

এর পরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিদর্শনে এসেছে যুক্তরাষ্ট্র প্রতিনিধিদল।

এ বিষয়ে জানতে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন জাকির হাসানের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি তা ধরেননি।