শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > কুড়িগ্রামে স্বাস্থ্য সহকারীদের সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে স্বাস্থ্য সহকারীদের সংবাদ সম্মেলন

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম ॥
স্বাস্থ্য সহকারীদের পদ আপ-গ্রেডেশনের মাধ্যমে বেতন বৈষম্য দূরীকরণ ও ইনসার্ভিস ডিপ্লোমার কোর্স চালুর দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

শুক্রবার (১১ মার্চ) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এতে বক্তব্য রাখেন-সংগঠনের সভাপতি শফিউর রহমান, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সহকারীদের পদ আপ-গ্রেডেশন ও টেকনিক্যাল মর্যাদা প্রদানের ঘোষণা দিলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।

অবিলম্বে পদ আপ-গ্রেডেশনের মাধ্যমে বেতন বৈষম্য দূর ও ইন-সার্ভিস ডিপ্লোমা কোর্স চালু করার দাবি জানান বক্তারা।