শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

শেয়ার করুন

ঝিনাইদহ প্রতিনিধি ॥
“অধিকার মর্যদায় নারী-পুরুষ সমানে সমান” এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে বে-সরকারী উন্নয়ন সংস্থা শেল্টার সমাজ কল্যান সংস্থা সহ স্থানীয় এনজিও সমূহের সহযোগিতায় মঙ্গলবার সকালে শহরের ডিসি কোর্ট চত্তর হতে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার এর নেতৃত্বে র‌্যালী বের হয়।র‌্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। এসময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড: আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: জুলকার নায়ন,সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, শেল্টার সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক মোছা: রোমেনা বেগম, শেল্টার সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ইয়াছিন আলী, সাবেরা বেগম ঝর্ণা ,প্রকল্প সমন্বয়কারী আরিফ হোসেন, সমন্বয়কারী পলাশ সাহা, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম, এইড ফাউন্ডেশন প্রতিনিধি নার্গিচ পারভীন,আবু বকর,বাংলাদেশ মানবাধিকার বাস্থবায়ন সংস্থার সভাপতি আমিনুর রহমান টুকু,ফৌজিয়া হক জুঁই,প্রমুখ।আলোচনা সভা পরিচালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার তাসলিমা বেগম। র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানের দিবসে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, এইড ফাউন্ডেশন,শেল্টার সমাজ কল্যান সংস্থা,,লাবন্য, ব্র্যাক,সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক,মানবাধিকার ও এনজিও সংগঠন এতে অংশ গ্রহন করে। সার্বিকভাবে সহযোগিতা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপার ভাইজার তাসলিমা খাতুন ,এস,এম সোহেল রানা ,প্রদীপ সাহা,ইব্রাহিম হোসেন,শিল্টুুর রহমান প্রমূখ। শেল্টার সমাজ কল্যান সংস্থার অফিস শহরের গীতানজলী সড়ক থেকে বিশাল বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষীন করে ডিসি কোর্ট চত্তরে সমবেত হয়। আলোচনা শেষে শেলাই মেশিন বিতরন করা হয়।