বৃহস্পতিবার , ১৪ই নভেম্বর, ২০২৪ , ২৯শে কার্তিক, ১৪৩১ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > নারীর স্বপ্ন পুরণে গুগলের ডুডল

নারীর স্বপ্ন পুরণে গুগলের ডুডল

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: আজ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে গুগল বিশেষ ডুডল প্রকাশ করেছে। গুগলের হোম পেজে উঠে এল দুনিয়ার ১৩টি দেশের ৩৩৭ নারীর স্বপ্নের কথা। বয়সী নারী থেকে সদ্য স্কুলের গণ্ডি পেরোনো কিশোরী, মাঝবয়সী মহিলা থেকে সন্তানসম্ভাবা তরুণী— নিজের মনের কোণে লুকোনো ইচ্ছেকে এক কথায় প্রকাশ করলেন তাঁরা।

নারী দিবস উপলক্ষ্যে গুগলের ছোড়া একটি অসম্পূর্ণ বাক্য ‘ওয়ান ডে আই উইল…’কে সম্পূর্ণ করলেন তাঁরা।

সান ফ্রান্সিসকো, রিও, মেক্সিকো, লাগোস, মস্কো, বার্লিন, লন্ডন, প্যারিস, নয়াদিল্লি, জাকার্তা বা টোকিও শহরের মহিলারা বললেন, ‘এক দিন আমি…’। নাম না জানাদের মহিলাদের সঙ্গে এই প্রচারে গলা মিলিয়েছেন কন্যাসন্তানদের শিক্ষা নিয়ে লড়াই জারি রাখা পাকিস্তানের নোবেল শান্তি পুরস্কার বিজেতা মালালা ইউসুফজাই বা একই দাবিতে সরব হওয়া ১৭ বছরের সিরীয় কিশোরী মেজুন আলমেলেহান।

স্বপ্নপূরণের আশায় বললেন, ‘এক দিন আমরা সব মেয়েদের স্কুলে যেতে দেখব’।