রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬২ চেয়ারম্যান নির্বাচিত

ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬২ চেয়ারম্যান নির্বাচিত

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৬২ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রোববার (০৬ মার্চ) সকালে নির্বাচন কমিশন ব্যবস্থাপনা শাখার জ্যেষ্ট সহকারী সচিব ফরহাদ হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রথম ধাপে ৭৩২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩ হাজার ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মধ্যে স্বতন্ত্র প্রার্থী হলেন ১ হাজার ২৪৬ জন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ৭৩১, বিএনপি সমর্থিত ৬১৩, জাতীয় পার্টির ১২৭, জাসদ ২৯, বিকল্পধারা বাংলাদেশ ৪, ওয়ার্কার্স পার্টি ২৩, জাতীয় পার্টি (জেপি) ১৭, বিএনএফ ৭, কমিউনিস্ট পার্টি ৪, তরিকত ফেডারেশন ১, জমিয়তে উলমায়ে ইসলাম ১, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২২৭, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ ৩, অন্যান্য ১।

এর মধ্যে থেকে ৬২ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতদের মধ্যে বাগেরহাটে ৩৪জন, মাদারীপুরে ১২, ঝালকাঠীতে ৪ জন, গোপালগঞ্জ ৩, ব্রাহ্মনবাড়ীয়ায় ২, ভোলায় ২ জন। এছাড়া বরিশাল, মুন্সীগঞ্জ, সাতক্ষীরা, বরগুনা ও খুলনায় ১ জন করে নির্বাচিত হয়েছেন।

সচিব ফরহাদ হোসেন বলেন, গত দুইদিন ধরে মাঠ পর্যায় থেকে পাঠানো ফলাফল থেকে সমন্বয় করে প্রার্থী সংক্রান্ত এ প্রতিবেদন তৈরি করেছে ইসি নির্বাচন ব্যবস্থাপনা শাখা।

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচিত সবাই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিলেন।

আগামী ২২ মার্চ প্রথম ধাপের ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।