বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : ‘মাইনাস টু ফরমুলার অন্যতম ষড়যন্ত্রকারী, ওয়ান-ইলেভেনের কুশীলব ও সাংবাদিক সমাজের কলঙ্ক’ উল্লেখ করে ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ অন্যদের বিচারের দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মানববন্ধন হয়েছে।
ভবিষ্যতে যেন কেউ এই ধরনের ‘দেশবিরোধী ষড়যন্ত্রে’ লিপ্ত হতে না পারে, সেজন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, ওয়ান ইলেভেনের কুশীলবদের কারণেপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১১ মাস কারাভোগ করতে হয়। তাকে রাজনীতি থেকে বিতাড়িত করার জন্য এমন কোনো ষড়যন্ত্র নেই, যেটা মাহফুজ আনামরা সে সময় করেননি। এই অমার্জনীয় অপরাধের জন্য অবশ্যই তাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে।
২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় জ্যাকসন হাইটে অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূর নবী।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাছিব মামুনের উপস্থাপনায় সমাবেশটি পরিচালনা করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিমুল হাসান। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ জাতীয় শ্রমিক লীগ, যুক্তরাষ্ট্র যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ, যুবকমান্ডসহ বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক সদস্য এবং সমর্থক মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ড. এম এ বাতেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর, জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য সোহরাব সরকার, আওয়ামী লীগ নেতা রুহলে চৌধুরী, শ্রমিক লীগের আহ্বায়ক আনোয়ার হুসাইন, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহিন দিলওয়ার, মহানগর আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য সাইকুল ইসলাম, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আজমল, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি এ.কে.এম. তরিকুল হায়দার চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দুরুদ মিয়া রনেল, জাফর আহমদ, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি আব্দুল কাদের মিয়া, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি মুর্শেদা জামান, ইছমত হক খোকন, আবুল কাশেম, সাবেক ছাত্র নেতা সুব্রত তালুকদার।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ফখর উদ্দিন, নাছির উদ্দিন চৌধুরী, যুবলীগের নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন আতিকুর রহমান সুজন, সাইফুল্লাহ ভূইয়া, একরামুর হক সাবু, স্বপন কর্মকার, ইসমাইল হোসেন স্বপন, মো. ওলিউল্লাহ, মো. শ্যামল, মীরু সিক্দার, মঞ্জুরুল আলম বিটি, আসাদুর রহমান ডেনি, সেলিম মাহমুদ, নিপু মিয়া, খন্দকার জাহিদুল ইসলাম, মো. সুমন আলী, মো. রবিউল ইসলাম প্রমুখ।