শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > শিশির ভুগিয়েছে মুস্তাফিজকে

শিশির ভুগিয়েছে মুস্তাফিজকে

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: গত বছরের জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল হাতে আলো ছড়ান মুস্তাফিজুর রহমান। এক বছর না ঘুরতেই বাংলাদেশের এই বাঁহাতি কাটার মাস্টারকে আর আগের রুপে দেখা গেল না। বুধবার এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে চার ওভার বল করে ৪০ রান খরচায় উইকেটশূন্য ছিলেন মুস্তাফিজ। তবে কী কাটার মাস্টারের লম্ফঝম্ফের দিন শেষ!

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মিরপুরের উইকেট ছিল ঘাসে ভরা। কিন্তু সবুজ উইকেটেও প্রত্যাশামতো ভালো বোলিং করতে পারেননি বাংলাদেশের পেসাররা। সবচেয়ে বেশি আশা ছিল যাকে নিয়ে, সেই মুস্তাফিজই ছিলেন সবচেয়ে বিবর্ণ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুস্তাফিজের ব্যর্থতার কারণ ব্যখ্যা করলেন অধিনায়ক মাশরাফি, ‘মুস্তাফিজের কাটারগুলো গ্রিপ করছিল না। বলটা ভিজে গিয়েছিল শিশিরে। ওটা বড় একটা সমস্যা হয়ে গিয়েছিল। মাঠেই আমাকে মুস্তাফিজ বলছিল যে ওর স্লোয়ারগুলি উইকেটে ঠিকমতো ধরছে না।’

মুস্তাফিজের ৯ বলে ১৯ রান নিয়েছেন ভারতের নবীন অলরাউন্ডার হার্দিক পান্ডে। পান্ডে ও রোহিত মিলে বাংলাদেশের তরুণ পেস সেনসেশনের এক ওভারে নিয়েছেন ২১ রান। গত জুনে ওয়ানডে সিরিজে ভারতের ব্যাটিং লাইনআপকে গুড়িয়ে দিয়েছিলেন মুস্তাফিজ। এবার তাই বাঁহাতি পেসারের বোলিং নিয়ে যথেষ্টই হোমওয়ার্ক করার কথা ভারতের। তবে মাশরাফির ধারণা, ভারতের ‘হোমওয়ার্ক’ করা নয়, শিশিরই মুস্তফিজের বোলিং সাফল্য না পাওয়া মূল কারণ।

এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ভারত প্রস্তুতি তো নেবেই। সেটা ব্যাপার না। শিশিরের কারণে মুস্তাফিজের বল উইকেটে গ্রিপ করছিল না। একটা কাটারে মিসটাইমিং হয়েও ছক্কা হয়ে গেল। আরেকবার রোহিতের ব্যাটের কানায় লাগলেও ফিল্ডার পর্যন্ত যায়নি। আর পরে স্রোয়ার বল উইকেটে গ্রিপ করছিল না। বল উইকেটে পড়ে একটু থমকে গিয়ে যে লাফ দেয়, সেটা হচ্ছিল না। গ্রিপ না করলে আসলে কাজটা কঠিন হয়ে যায় মুস্তাফিজের জন্য।’