রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ঝিনাইদহে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থার পক্ষে প্রচারাভিযান ও ৭ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান

ঝিনাইদহে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থার পক্ষে প্রচারাভিযান ও ৭ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান

শেয়ার করুন

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহে জেলা প্রচারাভিযান কমিটির আয়োজনে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থার পক্ষে প্রচারাভিযান ও ৭ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। ‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও কার্যকর স্থানীয় সরকার’ ব্যবস্থার পক্ষে দেশব্যাপি প্রচারাভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০ টায় স্থানীয় পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পূর্বস্থানে শেষ হয়। গভার্নেন্স এডভোকেসি ফোরাম ও মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ সহায়তায় জেলা প্রচারাভিযান কমিটির সভাপতি প্রাক্তন উপাধ্যক্ষ এন এম শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ মোঃ আব্দুল আলিম। অন্যান্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ আমিনুর রহমান টুকু, প্রাক্তন পৌর চেয়ারম্যান এস এম আনিছুর রহমান খোকা, প্রচারাভিযান কমিটির সম্পাদক মোঃ হাফিজুর রহমান, মোঃ এহতেশামুল হক নতুন, সোনার বাংলা ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, ও এইড ফাউন্ডেশন এর পরিচালক কর্মসূচি মোঃ আশাবুল হক । অনুষ্ঠানটি সঞ্চালনা করেণ এইড ফাউন্ডেশন এর সহঃ পরিচালক অ্যাডঃ তন্ময় কুন্ডু। সভায় বক্তাগণ জনকল্যাণে স্থানীয় সরকারের গুরুত্ব তুলে ধরে একে শক্তিশালী করার প্রয়োজনীতা উপলব্ধি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সভা শেষে মাননীয় প্রধান মন্ত্রী বরাবরে একটি ৭ দফা দাবী সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক মোঃ মাহবুব আলম তালুকদার এর নিকট প্রদান করা হয়।