বিনোদন ডেস্ক ॥
মাইমুন দুই বছর আগে গ্রাজুয়েশন শেষ করেছে। কিন্তু এরপর সে বাবার সম্পদে বিলাসিতা করা ছাড়া জীবনে তেমন কোনো উল্লেখযোগ্য কাজ করেনি। এদিকে গার্লফ্রেন্ডের সঙ্গেও সম্পর্কটা ইদানীং খুব একটা ভালো যাচ্ছে না।
সেই খারাপে জের ধরেই গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেক-আপ হয় মাইমুনের। এরপর হতাশায় নিমজ্জিত হয়ে যাওয়া।
হঠাৎ জীবনে আশার আলো নিয়ে আসে মেঘলা হাসান। পেশায় সাংবাদিক। সেই মেঘলার সংস্পর্শেই যেন মাইমুনের জীবন বদলে যেতে আরম্ভ করে। মাইমুন নতুন জীবনের স্বাদ পেতে শুরু করে। এরপর কাহিনী মোড় নেয় অন্যদিকে।
এমনই এক গল্প নিয়ে ঈদের জন্য নির্মাণ হয়েছে ভিডিও ফিকশন ‘এক্লিপস’। রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় মাবরুর রশিদ বান্নাহ্।
ফিকশনটিতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হতে যাচ্ছে তাহসান খান ও জাকিয়া বারী মম। আর একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অপর্ণা ঘোষকে।
নাটকটি নিয়ে তাহসান বাংলানিউজকে বলেন, “এ নাটকে আমার চরিত্রের নাম মাইমুন। এর আগেও আমি বান্নাহর সাথে কাজ করেছি। নাটকটির গল্প ও মেকিং অসাধারণ লেগেছে। আর আমার চরিত্রটি দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি।”
‘এক্লিপস’-এ আরও অভিনয় করেছেন মাসুদ আলী খান, তামজিদ রনি, মিন্টু প্রমুখ। ভিডিও ফিকশনটি ঈদে যে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।