শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > কুবির বাসে হামলা > শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুবির বাসে হামলা > শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী পরিবহনকারী বাসে সন্ত্রাসী হামলার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে মহাসড়কের নন্দনপুর বিশ্বরোডে অবস্থান নেন শত শত শিক্ষার্থী। এতে মহাসড়কের উভয় পাশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, সড়ক অবরোধের পরপরই ঘটনাস্থলে অবস্থান নিয়েছে পুলিশের একটি দল। তারা শিক্ষার্থীদের থেকে কিছুটা দূরে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

অপরদিকে, ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছেন কুবির প্রক্টরিয়াল বডির সদস্যরা।

এরআগে সকালে একই ঘটনায় ক্লাস ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে কোটবাড়ী থানার পরিদর্শক (ওসি) মাহমুদুর রহমান বলেন, তিনি ব্যস্ত রয়েছেন। পরে কথা বলবেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) কুমিল্লা শহরের ঝাউতলায় কুবির ৬নং বাসে হামলা করে দুর্বৃত্তরা। এতে ২৫ জন আহত হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।