বিনোদন ডেস্ক ॥
ঢাকা: রোববার বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে তারকারা কোথায় কী করছেন সেই খবর জানতে সবাই আগ্রহী থাকেন। ইন্দো কানাডিয়ান বংশোদ্ভুত সাবেক পর্নস্টার সানি লিওন এবার বিশ্ব ভালোবাসা দিবস পালন করবেন দেশের বাইরে।
তাই তো স্বামী ড্যানিয়েল ওয়েবারকে সঙ্গে নিয়ে উড়াল দিয়েছেন লস অ্যাঞ্জেলসে। তবে কী কী প্ল্যান আছে ভালোবাসা দিবসকে ঘিরে তা বলেননি এ আলোচিত নায়িকা।
স্ত্রী সানি লিওনকে ভালোবাসা দিবসে কী উপহার দেবেন ড্যানিয়েল। এ বিষয়ে ড্যানিয়েল বলেন, আমাদের রিলেশনে আমিই গিফট গিভার। এত বছর ধরে এটা চলছে যে অভ্যেস হয়ে গেছে। এখন তো এমন হয়েছে আমি যেটাই সানিকে উপহার দেই ও বলে ওটাই নাকি তার প্রয়োজন ছিল।
সানির জন্য কোনও স্পেশাল গিফট কিনেছেন এমন প্রশ্নের জবাবে ড্যানিয়েল বলেন, এখনই কিছু বলবো না। তবে আমার মনে পড়ছে এক বছর আমরা স্পেশাল ডিনার করেছিলাম, কোনও এক বছর প্যারাশুট জাম্প করেছিলামৃ। দেখি এ বছর কী হয়।
উপহারের বিষয়টি এভাবেই এড়িয়ে গেছেন ড্যানিয়েল। হয় তো গোপন রাখতে চাইছেন এ দম্পতি।
নতুন বছর ভালোই শুরু করেছিলেন সানি। বলিউডের অ্যাডাল্ট সেক্স কমেডিয়ান সিনেমা ‘মস্তিজাদে’ এরইমধ্যে ২৮ কোটির ব্যবসা করেছে। অবশ্য কিছুটা ঝামেলও পোহাতে হয়েছে সানিকে।
বিশেষ করে এক সাংবাদিকের বিতর্কিত প্রশ্ন নিয়ে বিব্রত অবস্থায় পড়তে হয় সানিকে। অবশ্য বলিউডের অধিকাংশ অভিনেতা সানির পক্ষেই কথা বলেছেন। আর তারও চেয়ে অবাক করার বিষয় হলো বলিউড পারফেকশনিস্ট আমির খানের সঙ্গে লাঞ্চের বিষয়টি।
সম্প্রতি আমির খানের সঙ্গে লাঞ্চও করেছেন সানি এবং তার স্বামী। লাঞ্চ শেষে নাকি সানিকে জড়িয়েও ধরেছিলেন আমির। এমনটাই বলেছিলেন সানি লিওন।