সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > মামলায় খালেদাকে দমানো যাবে না

মামলায় খালেদাকে দমানো যাবে না

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, বর্তমান সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার অংশ হিসেবে সর্বশেষ রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়েছে। এ দূরভিসন্ধিমূলক মামলা দিয়ে বিএনপি এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে দমানো যাবে না। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এ কথা বলেন তিনি। সদ্য কারামুক্ত ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান দলের নেতাকর্মীরা। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও আমান উল্লাহ আমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আবদুল্লাহ আল নোমান বলেন, বিএনপির ষষ্ঠ কাউন্সিল নিয়ে সরকার ষড়যন্ত্র করছে। বিএনপি নেত্রীর বিরুদ্ধে মামলা দিয়ে কাউন্সিল প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায় সরকার। কিন্তু বিএনপি কাউন্সিল করার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী।
তিনি বলেন, আমাদের কাউন্সিল করার রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার রয়েছে। এ অধিকার কেউ খর্ব করতে পারবে না। যারা কাউন্সিল বাধাগ্রস্ত করতে চায় জনগণ তাদের জবাব দেবে। কাউন্সিলের জন্য এরই মধ্যে রাজধানীতে তিনটি স্থান চেয়ে আবেদন করা হয়েছে। এর মধ্যে যে কোনো একটি ভেন্যুতে কাউন্সিল করা হবে বলেন তিনি। নোমান বলেন, দেশে এ মুহূর্তে গণতন্ত্র নেই, সরকার গুম-খুন-অত্যাচার-নির্যাতন করে সারা দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। মানুষের কথা বলার অধিকার নেই। তিনি বলেন, তিনি (জিয়াউর রহমান) যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সে গণতন্ত্র ফিরে পেতে খালেদা জিয়া আপসহীনভাবে লড়াই করছেন। এ লড়াইয়ে জনগণ জয়ী হবেই হবে।