শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > হাতির পায়ের তলায় পড়ে ব্রিটিশ পর্যটকের মৃত্যু

হাতির পায়ের তলায় পড়ে ব্রিটিশ পর্যটকের মৃত্যু

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে এক ব্রিটিশ পর্যটক প্রাণ হারিয়েছেন। থাইল্যান্ডের পর্যটন দ্বীপ কোহ সামুইয়ে সোমবার বিকেলে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতের নাম গারেথ ক্রো। ৩৬ বছরের গারেথ ঘটনার দিন মেয়েকে নিয়ে হাতির পিঠে চড়েছিলেন। সঙ্গে মাহুতও ছিল। চলতে চলতে হঠাৎ করে হাতিটি তাদেরকে পিঠ থেকে ছুড়ে ফেলে। এসময় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যান ক্রো।

সামুই জেলার প্রধান পাইবুন ওমার্ক বলেন, গারেথের একটি পা ছিল কৃত্রিম। তাই তিনি পড়ে যাওয়ার পর দৌড়ে পালাতে পারেননি। তবে তার মেয়ে ও মাহুত আহত হলেও পালাতে সক্ষম হয়েছেন। বর্তমানে ‘গলফ’ নামের হাতিটি শান্ত রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

ব্রিটিশ দূতাবাসের এক মুখপাত্র জানান, তারা ঘটনাটি শুনেছেন এবং হতাহতদের পরিবারকে সহায়তার উদ্যোগ নিয়েছেন।

পাইবুন আরো বলেন, গরম পড়ায় হাতিটি ক্ষিপ্ত হয়ে ওঠেছিল। তাছাড়া মাহুতের সঙ্গে হাতিটির হৃদ্যতা গড়ে না উঠার কারণেই এ ঘটনা ঘটেছে। মাহুত হাতিকে প্রশিক্ষণ ও নিয়ন্ত্রণ করে থাকে। তাই বছরের পর বছর ধরে হাতির সঙ্গে মাহুতের নিবিড় সম্পর্ক গড়ে ওঠে।

থাইল্যান্ডে ৪ হাজার গৃহপালিত হাতি রয়েছে। এগুলোর বেশিরভাগ পর্যটন ব্যবসায় নিয়োজিত। এছাড়া দেশটিতে প্রায় আড়াই হাজার বন্য হাতি রয়েছে।