শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে বলে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট।

সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত।

বৈঠক শেষে সংবাদিকদের এ কথা বলেন বার্নিকাট।

বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া দীর্ঘ দেড় ঘণ্টাব্যাপী বৈঠকের পর বার্নিকাট বলেন, অর্থপাচার ও অন্যান্য সন্ত্রাস মোকাবেলায় পুলিশ বাহিনীকে যে একাডেমিক প্রশিক্ষণ দিচ্ছে সরকার, তাতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে।

বৈঠক শেষে দুপুর ১টার দিকে যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেইক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন। এরপর দুপুর ২টায় ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবেয়ারও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।