শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > রাশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প

রাশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: রাশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭।
শনিবার সকালে এই ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। সংস্থাটি জানিয়েছে, গ্রিনিচ মান সময়ে ৩ টা ২৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত আনে। ইয়েলিজোভো থেকে ৯৫ কিলোমিটার উত্তরপূর্বে ১৬০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উত্পত্তিস্থল ছিল।
জাতীয় ও উপসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই। তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাশিয়ার ভূগর্ভস্থ চ্যুতি রিং অব ফায়ারর কাছে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ঐ স্থানটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাত হয়ে থাকে।