সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সুচিত্রার বাড়ি দর্শনার্থীদের জন্য উন্মুক্তের দাবি

সুচিত্রার বাড়ি দর্শনার্থীদের জন্য উন্মুক্তের দাবি

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
নিউইয়র্ক : সুচিত্রা সেনের পাবনার পৈত্রিক বাড়ি দেশ-বিদেশের দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সুচিত্রা সেন মেমোরিয়াল।

মহানায়িকার মহাপ্রয়াণের দ্বিতীয় বর্ষপূর্তিতে গত রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে সুচিত্রা সেনকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন তার ভক্ত ও অনুরাগীরা।

সুচিত্রা সেনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরা।

সংক্ষিপ্ত আলোচনায় সুচিত্রা সেনের পাবনার পৈত্রিক বাড়ি অবৈধ দখলদারের কবল থেকে উদ্ধার আন্দোলনকারী সংগঠন ‘সৈনিক সুচিত্রা সেন মেমোরিয়াল, ইউএসএ’-এর সেক্রেটারি জেনারেল গোপাল সান্যাল বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফলে বাড়িটি স্বাধীনতাবিরোধী জামায়াতের কবল থেকে মুক্ত হলেও সেখানে একটি আর্কাইভ নির্মাণে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।’

দীর্ঘ সময় ধরে তালাবদ্ধ বাড়িটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবিও জানান তিনি।

স্মরণসভায় উপস্থিত ছিলেন মুজাহিদ আনসারী, আলী আহসান কিবরিয়া অনু, আকবর হায়দার কিরণ, সাকিল মিয়া, জাহাঙ্গীর এইচ মিয়া, গনেশ কীর্ত্তুনিয়া, আনোয়ার উদ্দীন প্রমুখ।