শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > পর্ন বিলাসীরা সাবধান, ফাঁস হতে পারে পরিচয়!

পর্ন বিলাসীরা সাবধান, ফাঁস হতে পারে পরিচয়!

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: ইন্টারনেট নিয়ে ঘাঁটাঘাঁটি করেন যখন, লুকিয়ে চুরিয়ে পর্ন দেখার অভ্যেস আছে নিশ্চয়ই? একটু সাহসীদের যদিও লুকোছাপার বালই নেই। তাঁদের না হয় বাদই দেওয়া গেল।
যাঁরা নেহাত কৌতূহলের খাতিরেও কখনও ভুল করে পর্ন সাইটে ঢোকেন না, বা দেখার চেষ্টা করেন না, তাঁদের অবশ্য এই খবরে দুশ্চিন্তার কিছু নেই।
কিন্তু, যাঁরা সময় সুযোগ পেলেই পর্ন সাইটে ঢুঁ মারেন, আড়ালে-আবডালে, চারপাশের নজর এড়িয়ে, সাবধানবাণী তাঁদের জন্যই।
গোপনও কথাটি রবে না গোপনে। যা-কিছু লুকিয়ে করেন, ভাবছেন, কেউ টেরটিও পাবে না, ব্যাপারটা তা কিন্তু নয়। আপনার ‘অপকর্ম’(যদি অপকর্ম বলে মনে করেন)-এর হাঁড়ি হাটে ভেঙে দিতে বিশেষ প্রযুক্তি আবিষ্কার করেছেন ব্রেট থমাস নামে এক ব্লগার, যিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
‘অনলাইন পর্ন কুড বি দ্য নেক্সট বিগ প্রাইভেসি স্ক্যান্ডাল’ শিরোনামে একটি ব্লগে এ নিয়ে বিশদে লিখেছেন ব্রেট। তাঁর এই ব্লগে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ‘ইন্ডিপেন্ডেন্ট’ কাগজে এ নিয়ে দীর্ঘ একটি প্রতিবেদনও ছাপা হয়েছে।
তাই সাধু সাবধান! চেষ্টা করুন গুগলের মতো ব্রাউজার এড়িয়ে যেতে। এমন অনেক ব্রাউজার আছে, যারা কিছু ট্রেস করে না, তেমন ব্রাউজারই বেছে নিন। সেটাই হবে নিরাপদ।