শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > নির্বাচনে জামায়াত নিষিদ্ধ হলে বাংলাদেশের গণতন্ত্র ঝুঁকিতে পড়বে

নির্বাচনে জামায়াত নিষিদ্ধ হলে বাংলাদেশের গণতন্ত্র ঝুঁকিতে পড়বে

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ নির্বাচনে নিষিদ্ধ হলে বাংলাদেশে গণতন্ত্র ঝুঁকিতে পড়বে। এর সদস্যরা বেশি সহিংস হয়ে উঠবে। ফলে রাজপথে আরও রক্তপাত হতে পারে। তাদেরকে যদি নির্বাচনে অনুমতি দেয়া না হয় তাহলেও সহিংসতা বাড়বে। মৌলবাদী গ্র“পের উত্থান ঘটবে। আজ মালয়েশিয়া থেকে প্রকাশিত নিউ স্ট্রেইট টাইমস অনলাইনে প্রকাশিত ‘ডেমক্রেসি অ্যাট রিস্ক ইফ পার্টি ইজ এক্সকুডেড’ শীর্ষক মন্তব্য প্রতিবেদনে এসব কথা লিখেছেন ফারিয়া নূর। এতে তিনি লিখেছেন, স্বাধীনতা যুদ্ধে অবিভক্ত পাকিস্তানের প নিয়েছিল জামায়াতে ইসলামের নেতারা। তারা পাকিস্তানি সেনাদের সহায়তা করেছিল মানবতার বিরুদ্ধে অপরাধে। এ জন্য তাদের বেশ কয়েকজন নেতার সঙ্গে কাঠগড়ায় জামায়াতে ইসলামীর নেতা গোলাম আযম। যুদ্ধকালীন তার ভূমিকার কারণে বাংলাদেশের সমাজ বিভক্ত। তার ৯০ বছরের জেল দিয়েছেন আদালত। জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয়েছে। তাতে আগামী বছর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে তাদের অংশগ্রহণের সুযোগ ফিকে হয়ে গেছে। যদি তাদেরকে নির্বাচন করতে দেয়া না হয় তাহলে তার মাধ্যমে একটি বার্তাই পাঠানো হবে। তাহলো- ইসলামী আন্দোলন ও এ সংক্রান্ত সংগঠনসমুহের নেতারা শহীদ হওয়ার প্রস্তুতি নিতে পারেন। এর ফলে রণশীলতা থেকে তারা তীব্র জঙ্গি হয়ে উঠতে পারে। অনেক বছর ধরে উদ্বেগ বাড়ছে। বলা হচ্ছে, বাংলাদেশে মৌলবাদীদের প্রভাব বাড়ছে এবং তা সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। ২০০৯ সালে ঢাকায় তৎকালীন বিডিআরে বিদ্রোহ দেখা দেয়। সেখানে অনেক সেনা কর্মকর্তাকে হত্যা করে এর সদস্যরা। তারপর চারদিকে নানা হিসাব নিকাশ চলতে থাকে। বলা হয়, বিডিআরের অনেক সদস্য বাংলাদেশের প্রভাবশালী মৌলবাদী গ্র“পগুলো থেকে এ বাহিনীতে এসে থাকতে পারেন। তারপর থেকে বাংলাদেশ সরকার এমন মৌলবাদীদের নির্মূল করার জোর পদপে নিয়েছে।