শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বিসিএসে হাতঘড়ি নিষিদ্ধ

বিসিএসে হাতঘড়ি নিষিদ্ধ

শেয়ার করুন

লাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষাতে হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ির ব্যবহার নিষিদ্ধ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।
রোববার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে মোবাইলফোন, ঘড়ি, ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বই-পুস্তক এবং ব্যাগ পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। একই সঙ্গে পিএসসির ভবিষ্যৎ নিয়োগ পরীক্ষার জন্যও ওই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে।
পিএসসির কর্মকর্তা আলমগীর হোসেন জানিয়েছেন, ঘড়ি ব্যবহারে নিষেধাজ্ঞা থাকায় সব পরীক্ষার হলেই পিএসসি প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ির ব্যবস্থা করবে।
বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী ৮ জানুয়ারি অনুষ্ঠেয় ৩৬ তম বিসিএস বাছাই পরীক্ষায় মোবাইলফোনসহ সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বই-পুস্তক এবং ব্যাগসহ পরীক্ষার হলে প্রবেশ শাস্তিযোগ্য অপরাধ।
উল্লেখ্য, আগামী ৮ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।