বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > কেন্দ্র্র ছাড়তে বিএনপির এজেন্টদের আ’লীগের হুমকি

কেন্দ্র্র ছাড়তে বিএনপির এজেন্টদের আ’লীগের হুমকি

শেয়ার করুন

শ্রীপুর প্রতিনিধি ॥
গাজীপুর।
গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভায় বিএনপির পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের হয়ে যেতে হুমকি দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকরা। বুধবার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়। পরে বিএনপির এজেন্টদের সকাল ১০টার মধ্যে কেন্দ্র থেকে বের হয়ে যেতে বলা হয়।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী আলহাজ আনিসুর রহমানের আত্মীয় পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান এসএম আবদুর রউফ এ হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছে বিএনপি।
শ্রীপুর পৌরসভার ৯টি ওয়ার্ড। এরমধ্যে ৮ নং ওয়ার্ড মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দুটি কেন্দ্র রয়েছে। এখানে ১০টি কক্ষ রয়েছে। এখান থেকে বিএনপির একজন পোলিং এজেন্টকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী শহিদুল্লাহ শহীদ।
এ বিষয়ে তিনি বলেন, কেন্দ্রে গিয়ে আমার এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। হুমকি দেয়া হচ্ছে। নির্বাচনের পরিস্থিতি ভালো নয়।
তবে অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনিসুর রহমানের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো কথা বলেননি।