রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > রাজধানীতে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, আটক ৭

রাজধানীতে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, আটক ৭

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা ।

রাজধানীর মিরপুরের শাহআলী এলাকার একটি ছয় তলা ভবনে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার কথা জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। ওই ভবনটিতে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম অভিযান শেষে গণমাধ্যমকে জানান, বুধবার জামায়াতুল মোজাহেদিন বাংলাদেশ (জেএমবি)- এর এক সদস্যকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে বুধবার দিনগত রাত ৩টার পর ভবনটিতে অভিযান চালায় আইনশৃংখলা বাহিনী।
অভিযানে জেএমবির সক্রিয় ৩ সদস্য ও সন্দেহভাজন চারজনকে আটক করা হয়। এসময় বিস্ফোরক, হাতে তৈরি গ্রেনেড উদ্ধার করা হয়।
বৃহস্পতিবা বেলা পৌনে ১২টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চলে।
অভিযানের শুরুতে ভবনটির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। এছাড়া আশ-পাশের এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে দেয়া হয়।
অভিযানে পুলিশের বিশেষ ইউনিট সোয়াত সদস্য, র‌্যাব, পুলিশ গোয়েন্দা সদস্যরা অংশ নেন।
মনিরুল ইসলাম জানান, ভবনটির একটি ইউনিট ভাড়া নিয়ে জেএমবির প্রায় ১৫/২০ জন সদস্য থাকতেন। সেখান থেকে জেএমবির আস্তানা থেকে অস্ত্র, বিস্ফোরক ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে। আটকদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওই ভবনটিতে অভিযানের সময় বেলা ১২টা পর্যন্ত পুলিশ শাহআলী এলাকার আশ-পাশের সড়ক গুলোতে যান ও লোকজনের চলাচল বন্ধ করে দেয়।