শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > নতুন ব্র্যান্ডের নাম ‘হাসিনামার্কা নির্বাচন’

নতুন ব্র্যান্ডের নাম ‘হাসিনামার্কা নির্বাচন’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে বিএনপি। দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ডিসকাউন্ট নয়, বিনে পয়সায় নির্বাচনী পরিবেশ শাসকদলের কাছে বিক্রি করে দিয়েছে নির্বাচন কমিশন।

এ সময় তিনি নতুন একটি নির্বাচনী ব্র্যান্ডের নাম উল্লেখ করেন আর সেটি হলো ‘হাসিনামার্কা নির্বাচন’।

বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নানা অভিযোগ সাংবাদিকদের কাছে তুলে ধরেন রিজভী।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ডিসকাউন্ট রেটে নয়, বিনে পয়সায় শাসকদলের কাছে নির্বাচনী পরিবেশ বিক্রি করে দিয়েছে। পাশাপাশি যৌথবাহিনী ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী আইনশৃংখলা রক্ষার নামে সাধারণ ভোটার ও বিএনপি নেতাকর্মীদের ভয়-ভীতি দেখাচ্ছে ও হয়রানি করছে।’

‘বর্তমানে হাসিনামার্কা নির্বাচনের একটি ব্র্যান্ড তৈরি হয়েছে। হাসিনামার্কা নির্বাচনের বৈধতা দিতে গিয়ে কমিশনের গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায় নেমে গেছে।’ যোগ করেন রিজভী।

নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, ‘কমিশন জনগণকে অন্ধের হাদিস দেখাচ্ছে।’

নির্বাচন কমিশন বিএনপির অভিযোগ আমলে নিচ্ছে, গণমাধ্যমের এমন খবরের প্রেক্ষিতে রিজভী বলেন, ‘আমরা এখনো আশঙ্কামুক্ত হতে পারিনি। গণগ্রেপ্তার অব্যহত রয়েছে। কোনো কার্যকরি পদক্ষেপই আমরা দেখতে পাচ্ছি না।