শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ইইউ’র সঙ্গে যৌথ কমিশনের বৈঠক চলছে

ইইউ’র সঙ্গে যৌথ কমিশনের বৈঠক চলছে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যৌথ কমিশনের বৈঠক শুরু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র সচিব অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন ও ইইউ’র নেতৃত্ব দিচ্ছেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইউগো আস্তুতো।

অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য, আইন, ইআরডিসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অর্ধশতাধিক কর্মকর্তা অংশ নিচ্ছেন বৈঠকে।

বৈঠকে দেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন, মাবাধিকার, নতুন বাণিজ্য কৌশল, বাংলাদেশের শ্রম আইন, ট্রেড ইউনিয়ন, পোশাক কারখানায় কর্মপরিবেশ, সেবা খাতে সরাসরি বিদেশি বিনিয়োগসহ (এফডিআই) বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হচ্ছে।

বুধবার বিকেল চারটার দিকে সংবাদ সম্মেলনে বৈঠক সম্পর্কে বিস্তারিত জানানো হবে।