শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান

৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ফ্রান্স: গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, ফ্রান্স শাখা। এ দিন সংগঠনটি প্যারিসে আলোচনাসভার আয়োজন করে।

ফ্রান্স মহিলা দলের সভানেত্রী মমতাজ আলোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা জেবুন নাহারের পরিচালনায় আলোচনাসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার, সহ-সভাপতি নিপা মান্নান, কামরুন নাহার ও ফাতেমা বেগম।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী টেলিকনফারেন্সে বক্তব্য দেন।

বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসের অন্যতম গৌরবোজ্জ্বল দিন ৭ নভেম্বর। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সিপাহি-জনতা মুক্ত করে আনেন এই দিনে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ দিনের ভূমিকা ছিল, যা আজও বাঙালি জাতিকে বিপ্লব ও সংগ্রামে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করে।

বক্তারা আরো বলেন, বর্তমানে বাংলাদেশের শৃঙ্খলিত গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হতে হবে।