রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > স্কুলে প্রক্সি দেবে রোবট

স্কুলে প্রক্সি দেবে রোবট

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের কিশোর পেটল ওয়ালটন ক্যান্সারের সঙ্গে রীতিমত যুদ্ধ করছে। এখন তার চিকিৎসা চলছে। তাই তার স্কুলে যাওয়া বারন। কিন্তু পড়াশোনায় মনযোগী এই শিক্ষার্থী কিছুতেই স্কুল কামাই করতে নারাজ। আর তাইতো সে এক অভিনব পন্থা খুঁজে বের করেছেন। পেটলের হয়ে এখন থেকে স্কুলে যাবে একটি রোবট।

ওই রোবটের মাধ্যমে হাসপাতালে বসে ক্লাসের পড়া শিখবে ১০ বছর বয়সের এই ছাত্রী। পেটন নিজেই রোবটটির নাম দিয়েছে ‘পেটনস অসাম ভার্চুয়াল সেলফ (পাভস)’। পেটনের হয়ে পুলসভিল এলিমেন্টারি স্কুলে ক্লাস করবে পাভস।

রোবটের সঙ্গে জুড়ে দেওয়া আইপ্যাড স্ক্রিনের মাধ্যমে রোবটটি যা দেখবে আর শুনবে তার সবই দেখতে ও শুনতে পারবে পেটন। রোবটটিকে বিশেষ অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করবে পেটন। এর মাধ্যমে বন্ধুদের সঙ্গে কুশল বিনিময়ও করতে পারবে সে।

সব মিলিয়ে রোবটটির পেছনে খরচ হয়েছে ৩ হাজার ডলার। আর রোবটটি কিনতে প্রয়োজনীয় তহবিলের যোগান দিয়েছে পেটনের বন্ধুরাই।

রোবটটি বানিয়েছে মার্কিন প্রতিষ্ঠান ডাবল রোবটিক্স। পেটনের মতো পরিস্থিতির শিকার অনেকেন জন্যই রোবট বানিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়াও টেলিকমিউটার এবং চিকিৎসকদের জন্যেও রোবট বানায় প্রতিষ্ঠানটি।