সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > রিংটোন ও ওয়েলকাম টিউন ॥ জাতীয় সংগীতের ব্যবহার নিষিদ্ধই থাকল

রিংটোন ও ওয়েলকাম টিউন ॥ জাতীয় সংগীতের ব্যবহার নিষিদ্ধই থাকল

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: মোবাইল ফোনের রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে জাতীয় সংগীতের ব্যবহারকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) মোবাইল অপারেটর রবি’র করা আপিলের আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে তিন বিচারকের আপিল বেঞ্চ এ রায় দেন।

এর আগে গত ১১ মে গ্রামীণফোন ও বাংলালিংকের করা আপিলের আবেদনও খারিজ করে দিয়ে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখেছিলেন। পরে রবিও আপিল আবেদন করে।

এ রায়ের ফলে মোবাইল ফোনের রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে জাতীয় সংগীতের ব্যবহার নিষিদ্ধই থাকল।

এছাড়া জাতীয় সঙ্গীতকে মোবাইলের রিংটোন হিসেবে ব্যবহার করায় রবি অজিয়াটা লিমিটেডকে ৩০ লাখ টাকা মহাখালীর ক্যান্সার হাসপাতালকে দেওয়ারও নির্দেশ দেন আপিল বিভাগ।