শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > রামপুরার নাশকতা মামলায় জেলহাজতে গয়েশ্বর

রামপুরার নাশকতা মামলায় জেলহাজতে গয়েশ্বর

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: রাজধানীর রামপুরা থানার একটি নাশকতার মামলায় আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে বিচারক জেলহাজতে পাঠিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে।

আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা জামিন আবেদনের শুনানি শেষে গয়েশ্বরকে জেল হাজতে প্রেরণের ওই আদেশ দেন।

মঙ্গলবার ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির কারণে গয়েশ্বর চন্দ্র রায় আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন।

রামপুরা থানার এ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ৩৫ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আদালতে অনুপস্থিত ওইসব নেতাকর্মীদের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার দায়ের করা অভিযোগপত্র আমলে নেন। এরপর বিচারক অনুপস্থিত ওইসব নেতাকর্মীদেরকে পলাতক উল্লেখ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- বিএনপি নেতা সাদেক হোসেন খোকা, সালাউদ্দিন আহমদ, শফিকুল ইসলাম বাদশা, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

এ মামলাটিতে চলতি বছরের ২০ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ৪৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর বিএনপি-জামায়াতের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি উপলক্ষে রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরীপাড়ায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মানসুর প্রধানিয়া নামে এক ব্যক্তি মারা যায়। পরদিন ওই ঘটনায় থানায় মামলা দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) আল মামুন।