জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার বেলা ৫টায় জহির রায়হান মিলনায়তনে সেমিনার কক্ষে ছাত্র কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের আয়োজনে উন্মুক্ত বিতর্ক প্রতিযোগিতায় উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
কিন্তু অনুষ্ঠানে উপাচার্যের উপস্থিতি ঠেকাতে সাড়ে ৪টা থেকে মিলনায়তনের সামনে অবস্থান নেন শিক্ষকরা।
শিক্ষক সমিতি উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করার পর তাকে এই বিশ্ববিদ্যালয়ে কোন অনুষ্ঠানে অংশগ্রহন করতে দেবেন না বলে জানান। তারই ধারাবাহিকতায় উপাচার্যের এই অনুষ্ঠানে অংশ গ্রহন ঠেকাতে অবরোধ করেন।
এছাড়া তারা ক্যাম্পাসে গণসংযোগও চালিয়েছে।
অনুষ্ঠানে উপ-উপাচার্য(শিক্ষা) অধ্যাপক এম এ মতিন, উপ-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক আফসার আহমদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের উপস্থিত থাকলেও উপাচার্য আসেননি। আন্দোলনকারী শিক্ষকরা দাবি করেছেন অবরোধের কারণে উপাচার্য অনুষ্ঠানে যোগ দেননি।