বৃহস্পতিবার , ১৪ই নভেম্বর, ২০২৪ , ২৯শে কার্তিক, ১৪৩১ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > প্রাথমিক শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে গণশিক্ষা মন্ত্রী

প্রাথমিক শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে গণশিক্ষা মন্ত্রী

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতাদের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজারের রুদ্ধদ্বার বৈঠক চলছে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় মন্ত্রীর মিন্টুরোডের বাসভবনে এ বৈঠক শুরু হয়।

প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন দাবি আদায়ে মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষক নেতারা। এতে আন্দোলরত শিক্ষকদের চারটি অংশের নেতৃবৃন্দ অংশ নিয়েছেন।

এর আগে বুধবার (০৭ অক্টোবর) দিনগত রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীরের সঙ্গে বৈঠকে আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনের ঘোষিত কর্মসূচি স্থগিত করে সহকারী শিক্ষকরা।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে দেওয়া ‘বিশেষ নির্দেশনায় আন্দোলনের নামে শিক্ষা ক্ষেত্রে অস্থিতিশীল পরিবেশের উদ্ভব ঘটিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টার অভিযোগে ‘কতিপয়’ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জেলাভিত্তিক তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ‘বিশেষ নির্দেশ’ দেয় সরকার।

এরপর বৃহস্পতিবার (০৮ অক্টোবর) শিক্ষক নেতাদের সঙ্গে গণশিক্ষা মন্ত্রী বৈঠকে অংশ নেন।