শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > ঈদে জামিন আবেদনের হিড়িক

ঈদে জামিন আবেদনের হিড়িক

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: আর একদিন পরই আসছে ইদ-উল আযহা। আত্মীয় স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই কারাবন্দি আসামিরা জামিন চেয়ে আবেদন নিয়ে যাচ্ছেন বিভিন্ন আদালতে। এদিকে ঈদ উপলক্ষে আইনজীবীরাও আইনি কাঠামো ঠিক রেখে জামিন আবেদন মঞ্জুরের জন্য চালিয়ে যাচ্ছেন নানা চেষ্টা-তদ্বির। আসামিদেরও আশা ঈদ উপলক্ষে বিচারকরা তাদের জামিন মঞ্জুর করবেন।

শুধু ছোটখাটো মামলাই নয়, ঈদে বড় বড় মামলার আসামিদেরও অনেক সময় জামিন মঞ্জুর করেন আদালত-এমনই ধারণা অনেকের। তাই অভিযুক্তরা যাতে ঈদের দিনটিতে পরিবার-পরিজন ও স্বজনদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন, সে জন্য বছরের অন্য সময়ের চেয়ে ঈদের সময় জামিন আবেদনের হারও বেড়ে যায় অনেক বেশি। তবে ঈদ উপলক্ষে আদালত জামিন দেবেন এটি মনে করা মোটেও উচিত নয় বলে জানালেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী।

জানতে চাইলে সুপ্রিমকোর্টের আইনজীবী মো. ফারুক হোসেন বাংলামেইলকে বলেন, ‘ঈদ উপলক্ষে আদালত জামিন দেবে এটা বলা আদালত অবমাননার শামিল।’ কারণ আদালত আসামিদের জামিন দেয় মামলার বিভিন্ন গ্রাউন্ড দেখে, ঈদ উপলক্ষে নয়।’

তিনি বলেন, ‘আসামিরা ঈদ উপলক্ষে জামিন প্রত্যাশা করতে পারেন, সেটি তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে ঈদ আসলেই যে আসামিদের আদালত বিশেষ দৃষ্টিতে দেখে জামিন দেবে বিষয়টি এভাবে ভাবা বা বলা আদালত অবমাননার শামিল।’

এ ব্যাপারে জানতে চাইলে, সুপ্রিমকোর্টের আরেকজন আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন বলেন, ‘ঈদ উপলক্ষে আদালত আসামিদেরকে জামিন দেয় না।’

জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন আইনজীবী বলেন, ‘সুপ্রিমকোর্টে আগাম জামিন বন্ধ হওয়ায় আমাদের সমস্যা হয়ে গেছে। যখন একজন আসামি গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়ায়, তখন সে চিন্তা করে দেশের উচ্চ আদালতে এসে আগাম জামিন নিতে। কিন্তু আগাম জামিনের ক্ষেত্রে আপিল বিভাগ শর্ত জুড়ে দেয়ায় আগাম জামিন প্রায় বন্ধ হয়ে গেছে। এজন্য আইনজীবীদের সমস্যা সৃষ্টি হচ্ছে, তারা তাদের মক্কেলদের আগাম জামিন করাতে পারছেন না। এতে করে তাদের নিয়মিত আয় রোজগার কমে যাচ্ছেও বলে মনে করেন এই আইনজীবী।’

অপর এক আইহজীবী বলেন, ‘ঈদ এলেই জামিনে মুক্তির হার দ্বিগুণ বেড়ে যায়- এমন সংবাদ প্রতি বছর ঈদের আগে পত্রিকার শিরোনামও হয়। এবারেও হবে এতো কোনো সন্দেহ নেই। জামিন নেয়ার প্রসঙ্গ এলেই আসামীদেরকে সতর্ক থাকতে হবে, কেননা এর সুযোগ খুঁজতে ব্যস্ত থাকে প্রতারক বা দালাল চক্র। দ্রুততম সময়ের মধ্যে স্বজনদের জামিন করিয়ে দেবে- এমন প্রতিশ্রুতি দিয়ে দালাল চক্র ফরিয়াদিদের কাছ থেকে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা।’

তিনি বলেন, দালালচক্র নিঃস্ব করে দেবে আপনাকে। আপনি আইনি পদক্ষেপগুলো জানেন না বলে একটু ঘাবড়ে যেতে পারেন, তাই বলে মোটেও অসতর্ক হয়ে পড়বেন না। আপনি এমন কঠিন পরিস্থিতিতে একটু সতর্ক না হলে আপনার স্বজনকে জামিন করাতে বেশ জটিলতায় পড়তে হবে। তাই নিজের আবেগকে সংবরণ করে আপনার নিযুক্ত আইনজীবীর সঙ্গে আইনি বিষয়ে পদক্ষেপ নিতে সুষ্ঠুভাবে ক্রমান্বয়ে অগ্রসর হোন।’

তবে আইনজীবীরা ঈদ উপলক্ষে আসামীকে মানবিক কারণে জামিনে মুক্ত করতে আদালতের প্রতি সবিনয় আবেদন করে থাকেন বলেও জানান তিনি।

আদালত জামিনের আবেদন শুনানিকালে অভিযুক্তের বিরুদ্ধে আনিত অভিযোগগুলোকে প্রাধান্য দেবেন, নাকি তার প্রতি মানবিক ও পারিপার্শ্বিক দিক বিবেচনায় জামিনের আবেদন মঞ্জুর করবেন তা আইনের প্রতি শ্রদ্ধাশীল কোনো ব্যক্তি প্রশ্ন উত্থাপন করতে পারেন না বলে জানান অনেক আইনজীবী।