শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > খাদ্যের কোনো অভাব নেই: মায়া

খাদ্যের কোনো অভাব নেই: মায়া

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ‘দেশে খাদ্যের কোনো অভাব নেই। পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। বন্যা মোকাবেলায় কোনো সমস্যা হবে না।’ এমন কথাই জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

সাম্প্রতিক অতি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতাসহ অন্যান্য দুর্যোগ মোকাবেলায় বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে মন্ত্রী এ কথা জানান। দেশের বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধও জানান মন্ত্রী।

খাদ্যর কোনো অভাব নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘খড়া, বন্যা, বৃষ্টিতে যেন একজন মানুষও না খেয়ে মারা না যায় আমরা সেটাই চাই। দেশের ২৪টি জেলার মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে। এসব জেলায় ৭ হাজার মেট্রিক টনেরও বেশি চাল বরাদ্দ দেয়া হয়েছে।’

রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে মায়া বলেন, ‘বড় বড় কথা না বলে দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান।’ সেই সঙ্গে মিডিয়াকে ভীতি সৃষ্টি না করার জন্যও আহ্বান জানান মন্ত্রী।