শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > চার্জে দেয়ার সময় পুড়লো ওয়ান প্লাস ওয়ান

চার্জে দেয়ার সময় পুড়লো ওয়ান প্লাস ওয়ান

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: এই প্রথম ফ্লাগশিপ কিলার ওয়ান প্লাস ওয়ান স্মার্টফোন পুড়ে যাওয়ার ঘটনা ঘটলো। ফোনএরিনা জানিয়েছে, ভারতের নয়া দিল্লীর বাসিন্দা অংকুর ডুগারের ফোনটি চার্জ দেয়া অবস্থায় পুড়ে যায়।

ফোনএরিনাকে অংকুর জানিয়েছেন, গত শুক্রবার রাত ২ টার দিকে তিনি তার ৬৪ জিবি ভার্সনের ওয়ান প্লাস ওয়ান ফোনটি চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। সকাল ৯ টার কিছু একটা পোড়া গন্ধে তার ঘুম ভাঙ্গে। ঘুম ভেঙ্গে তিনি দেখতে পান তার ফোনটি থেকেও পোড়া গন্ধ আসছে। ফোনটির ব্যাককভার পুরোটা পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে ব্যাটারিও।

অংকুর দেরি না করে ওয়ান প্লাসের কাস্টকার কেয়ার টিমের সঙ্গে যোগাযোগ করেন। তারা অংকুরকে ওয়ান প্লাসের সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে বলেন। কাস্টমার কেয়ার টিমের পরামর্শ অনুযায়ী তিনি পুড়ে যাওয়া ফোনটি সার্ভিসে সেন্টারে নিয়ে যান। সার্ভিস সেন্টারের প্রতিনিধিরা পুড়ে যাওয়া ফোনটি পরখ কর দেখার পর সেটি পরিবর্তন করে দিতে অস্বাকীর করেন।