রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > গণমাধ্যম এখন কথা বলতে পারে না: এরশাদ

গণমাধ্যম এখন কথা বলতে পারে না: এরশাদ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, তারা গণতন্ত্রের কথা বলে। যেখানে সরকারের শেখানো কথা ছাড়া গণমাধ্যম এখন কথা বলতে পারে না। সেখানে আবার কিসের গণতন্ত্র।
বুধবার দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে বরগুনা জাতীয় পার্টি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, গণমাধ্যম এখন কথা বলতে পারে না। সরকার যা চাইবে, তা তাদের বলতে হবে। জাপা ক্ষমতায় এলেই সাংবাদিকরা লিখতে পারবে।
প্রতিদিন মানুষ হত্যার ঘটনা ঘটছে অভিযোগ করে তিনি বলেন, প্রতিদিন মানুষ মরছে। কারা মারছে তা জনগণ জানলেও ভয়ে কেউ মুখ খুলে না। কেউ কিছু বলে না।
প্রধানমন্ত্রীর এ বিশষ দূত বলেন, আমি যখন ক্ষমতায় ছিলাম তখন একটিও বিচারবহির্ভূত হত্যা হয়নি। আমি কোনো এলিট ফোর্স গঠন করিনি।
এরশাদ বলেন, দেশে এমন এক সরকার এসেছে যে বর্তমানে মায়ের গর্ভেও বাচ্চারা নিরাপদ নয়। এমনকি সংখ্যালঘুদের জমি দখল করে নেয়া হচ্ছে।