শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > মানিলন্ডারিংয়ের অভিযোগ তদন্ত করবে পুলিশ

মানিলন্ডারিংয়ের অভিযোগ তদন্ত করবে পুলিশ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: মানিলন্ডারিংয়ের অভিযোগ তদন্তের এখতিয়ার পাচ্ছে পুলিশ। মাদক চোরাচালান সংক্রান্ত অভিযোগ তদন্ত করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কাস্টমস সংক্রান্ত অভিযোগের তদন্ত করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এছাড়া ক্ষেত্র বিশেষে যৌথ তদন্তেরও ব্যবস্থা থাকবে।

তবে প্রশাসনিক ঘুষ ও দুর্নীতির অভিযোগ আগের মতোই তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশোধন করে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগে এ ধরনের সব অপরাধের তদন্ত দুর্নীতি দমন কমিশন আইনের তপসিলভুক্ত ছিলো।

বিদ্যমান আইনটি সংশোধন করে সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্তভাবে অনুমোদন হয় ‘মানিলন্ডারিং প্রতিরোধ (সংশোধন) আইন-২০১৫’ এর খসড়া।

মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের এই খসড়ার ব্যাপারে তথ্য দেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক।ধ