শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > কাপাসিয়ায় গণপিটুনিতে ডাকাত নিহত

কাপাসিয়ায় গণপিটুনিতে ডাকাত নিহত

শেয়ার করুন

কাপাসিয়া প্রতিনিধি ॥ কাপাসিয়ার সিংহস্রী এলাকায় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। নিহত ডাকাতের নাম শামীম মিয়া (৪০)। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৯টি ডাকাতির মামলা রয়েছে।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকাল ৮টায় কাপাসিয়া থানা পুলিশ উপজেলার সিংহস্রী ইউনিয়নের নামিলা গ্রাম থেকে ওই ডাকাতের মরদেহ উদ্ধার করে।
নিহত ডাকাতের বাবার নাম গিয়াস উদ্দিন। বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার পাঁচুয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (০৫ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে শীতলক্ষ্যার কাপাসিয়া উপজেলার সিংহস্রী ইউনিয়নের সোহাগপুর নদীর ঘাট দিয়ে গফরগাঁও থেকে একদল ডাকাত কাপাসিয়ার সোহাগপুর নামিলা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে।
বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে ডাকাত দলকে ঘিরে ফেলে। ডাকাত দলটি নামিলা গ্রাম অতিক্রম করার সময় জনতা তাদের ধাওয়া করলে ডাকাতরা পালিয়ে গেলেও শামীমকে ধরে ফেলে।
এরপর জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ডাকাত শামীমের বিরুদ্ধে কাপাসিয়া, জয়দেবপুর, গফরগাঁওসহ বিভিন্ন থানায় ১৮/১৯টি ডাকাতি মামলা রয়েছে।