শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > মরিনহো সেরা, পিছিয়ে গার্দিওলা

মরিনহো সেরা, পিছিয়ে গার্দিওলা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: বর্তমান সময়ে ফুটবল বিশ্বে কোচদের মধ্যে সেরা হোসে মরিনহো। আর পেপ গার্দিওলা থেকে যোজন যোজন এগিয়ে বর্তমান চেলসির এ কোচ জানালেন সাবকে বয়ার্ন মিউনিখ ফুটবলার লোথার মাথায়াস।

স্পেশাল ওয়ান খ্যাত মরিনহো পোর্তো, চেলসি, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের হয়ে লিগ শিরোপা জিতেছিলেন। যেখানে গার্দিওলা বার্সেলোনার ফুটবলেই দাপট দেখিয়েছেন। আর বায়ার্নের হয়ে দুটি বুন্দাসলিগা ট্রফি জিতেছেন। তবে দু’জন কোচই দুটি করে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন।

এ দু’জন কোচ বর্তমানে ইউরোপিয়ান ফুটবলের সেরা দুই ক্লাবের কোচিংয়ের কাজ করছেন। তবে মাথায়াস বিশ্বাস করেন চেলসি বস অনেক বেশি সফল।

এক সাক্ষাতকারে মাথায়াস বলেন, ‘গার্দিওলা বিশ্বের সেরা কোচ নন। এ ক্ষেত্রে আমি অবশ্যই মরিনহোকে এগিয়ে রাখবো। সে নাম্বার ওয়ান, কারণ সে গার্দিওলা থেকে অনেক স্বচ্ছ ও স্পষ্ট।’

তিনি আরো বলেন, ‘মরিনহো অধীনে ফুটবলারদের সঙ্গে আমি কথা বলেছি। সে ফুটবলারদের মুখের ওপর সরাসরি কথা বলে।’

বর্তমানে বায়ার্নে গার্দিওলার ভবিষ্যত অনিশ্চিত। তার সঙ্গে বাভারিয়ানদের ২০১৬ পর্যন্ত চুক্তি রয়েছে। যদিও তিনি জানিয়েছেন ক্লাবে থাকার ব্যাপারটি তার সিদ্ধান্ত নয়।