শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > কাবা তাওয়াফ করা এখন আরও সহজ

কাবা তাওয়াফ করা এখন আরও সহজ

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥ চলাচলে অক্ষম ও প্রবীণদের জন্য পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা এখন আরও সহজ হয়ে গেছে। কাবা ঘরের চারদিকে নির্মাণ করা হয়েছে মাতাফ ব্রিজ। তার ওপর দিয়ে কোন হুড়োহুড়ি ছাড়াই এমন মুসলিম নর-নারী পবিত্র কাবা শরীফকে তাওয়াফ করতে পারছেন। সৌদি আরব টেলিভিশনে দেখা গেছে ওই ব্রিজের ওপর দিয়ে বিপুল সংখ্যক চলাচলে অক্ষম ও প্রবীণ কাবা শরীফ তাওয়াফ করছেন। সমতলে কাবা ঘরের চারদিকে এখন ভয়াবহ ভিড়। উমরাহ করতে যাওয়া নারী-পুরুষের উপচে পড়া ভিড় সেখানে। প্রতিটি মুহূর্ত কাবা ঘরকে তাওয়াফ করছেন অগণিত মানুষ। তাদের ভিড়ে চলাচলে অক্ষম ও প্রবীণদের কাবা ঘরকে তাওয়াফ করা বলা যায় অসম্ভব ব্যাপার। এমন অবস্থায় এসব মানুষের জন্য চমৎকার এক উদ্যোগ নিয়েছে সৌদি আরব সরকার। বৃহস্পতিবার পবিত্র দু’মসজিদের রক্ষক বাদশাহ আবদুল্লাহর নির্দেশে পবিত্র দুই মসজিদবিষয়ক প্রেসিডেন্ট শেখ আবদুল রহমান আল সাউদি অস্থায়ীভাবে খুলে দেন মাতাফ ব্রিজ। এ সময় তিনি বলেন, তারা পরীক্ষামূলকভাবে খুলে দিয়েছেন ওই ব্রিজ। গতকাল থেকে তা পুরোদমে চালু হওয়ার কথা। এই মাতাফ ব্রিজের প্রস্থ ১২ মিটার ও উচ্চতা ১৩ মিটার। এক ঘণ্টায় এ ব্রিজের ওপর দিয়ে ১৭০০ হুইল চেয়ার চলাচল করানো যাবে। তিনি বলেন, পরে আরও একটি লেভেল উন্মুক্ত করে দেয়া হবে। সেই লেভেলের সঙ্গে পবিত্র গ্রান্ড মসজিদের প্রথম তলার সঙ্গে সংযুক্ত করা হবে। এই সংযুক্তি কাজ শেষ না হওয়া পর্যন্ত মাতাফ ব্রিজ ব্যবহার করবেন চলাচলে অক্ষম ও প্রবীণ মুসল্লিরা। ১৫ই নভেম্বর শুরু হয় এই সমপ্রসারণ কাজ। হজ ও উমরাহ হজ করতে যাওয়া মুসলমানদের হজ ও উমরাহ সহজ করার জন্য বাদশা আবদুল্লাহর নির্দেশের পর এ কাজ শুরু হয়। পুরো প্রকল্প শেষ হলে প্রতি ঘণ্টায় এক লাখ ৫ হাজার মানুষ হজ বা উমরাহ পালন করতে পারবেন এই প্রকল্প ব্যবহার করে।