শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > বান্দরবানে পাহাড় ধসে ভাই-বোনের মৃত্যু

বান্দরবানে পাহাড় ধসে ভাই-বোনের মৃত্যু

শেয়ার করুন

বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবান শহরের বনরুপা পাড়া এলাকায় পাহাড় ধসে আলিফ (১১) ও মিম (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

ভারি বর্ষণের কারণে শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। আলিফ ও মিম ভাই-বোন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাতে হঠাৎ করে বিকট শব্দে পাহাড়ের টিলায় থাকা কয়েকটি বসতঘরসহ আশপাশের প্রায় ৫/৬টি বাড়ি ধসে পড়ে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা দুই শিশু মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
বান্দরবান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, শুক্রবার ভোররাতে শহরের বনরুপা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। শিশু দুটিকে উদ্ধার করতে গিয়ে আরো কয়েকজন আহত হন। আহতদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।