রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > মোদির সফর ইতিবাচ ॥ নালিশ করাই বিএনপির কাজ

মোদির সফর ইতিবাচ ॥ নালিশ করাই বিএনপির কাজ

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ।
দলটির নীতি নির্ধারণী মহল বলছে, মোদির এই সফরে সবচেয়ে বড় পাওয়া দুই দেশের আস্থা ও বন্ধুত্ব। পাশাপাশি বিএনপি নেত্রীর ‘বাংলাদেশে গণতন্ত্র নেই’ বক্তব্যের সমালোচনাও করেছেন তারা।
দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) ফারুক খান বলেন, ‘মোদির এই সফর শুধু ভারত-বাংলাদেশ নয়, গোটা পৃথিবী অনেক কিছুই পেয়েছে। তিনি কানেকটিভিটির উপর জোড় দিয়েছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদানের কথা বলেছেন। তবে বাংলাদেশও অনেক কিছু পেয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি কাউকে প্রভু মেনে তার কাছে অভিযোগ করবে এটা নতুন কিছু নয়। তাদের দুইটা বৈশিষ্ট্য পা ধরা আর মিথ্যা বলা।’
দলটির সভাপতিম-লীর সদস্য নূহ-উল আলম লেনিন বলেন, ‘মোদির সফরে যে চুক্তিগুলো হয়েছে তাতে দু’দেশই লাভবান হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে সব সময়ই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ভবিষ্যতে এই সম্পর্ক নতুন মোড় নেবে বলে আমার বিশ্বাস।’
বিএনপি সম্পর্কে তিনি বলেন, ‘তাদের কাজই হলো নালিশ করা। তারা তো এটাই করবে।’
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘মোদির এই সফরে সবচেয়ে বড় পাওয়া হল দুই দেশের আস্থা ও বন্ধুত্বের সম্পর্ক। আমি মনে করি এই সম্পর্ক আরও নতুন মাত্রা পাবে। বন্ধুত্ব ও সৌহার্র্দ্যপণূ সম্পর্ক বজায় রেখে ভারত-বাংলাদেশ এগিয়ে যাবে।’