রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > মোদির সফর উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার

মোদির সফর উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, মোদির সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপি সদর দফতরে পুলিশ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ডিএমপির আট বিভাগের উপ-পুলিশ কমিশনারদের (ডিসি) ও রাজধানীর ৪৯টি থানার ওসিদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) মীর রেজাউল আলম সাংবাদিকদের জানান, মোদির সফরকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রটেকশন, ট্রাফিক ও ক্রাইম বিভাগ একত্রে কাজ করবে। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে পুলিশ নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। তিনি বলেন, সফরে এসে তিনি (মোদি) যেখানে থাকবেন এবং যে স্থানগুলো পরিদর্শন করবেন সেখানে থাকবে পুলিশের বিশেষ নজরদারি। ইতোমধ্যে আজরাত থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের চেকপোস্ট বসানোর কথা জানান তিনি। এছাড়া মোদির সফর কেন্দ্র করে রাজধানীর যানজট নিয়ন্ত্রণের জন্য কিছু জায়গায় ডাইভারশনও করা হবে বলে জানান তিনি। এদিকে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান নয়া দিগন্তকে জানান, মোদির সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার পাশাপাশি র‌্যাবের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন ধাপে নিরাপত্তা নিশ্চিতে থাকছে বোম ডিস্পোজাল ইউনিট, ডগ স্কোয়ার্ড, স্ট্রাইকিং ফোর্স। তিনি জানান, মোদির নিরাপত্তায় তিনি যেসব স্থানে পরিদর্শন করবেন এবং যেসব স্থান দিয়ে যাতায়াত করবেন, সেসব স্থানে আগে থেকেই র‌্যাবের ডগ স্কয়ার্ড ও বোম ডিস্পোজাল ইউনিট সার্চ করবে। একই সাথে যাতায়াতের স্থানগুলোতে র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স, মটরসাইকেলে মোবাইল টহল দেবে র‌্যাব। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে আজ রাত থেকে র‌্যাবের চেকপোষ্ট বসানো হবে বলে জানান র‌্যাব কর্মকর্তা। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক