রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > প্রথম টেস্ট নিয়ে সংশয়ে ওয়াটসন

প্রথম টেস্ট নিয়ে সংশয়ে ওয়াটসন

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: ডমিনিকা তৈরি হচ্ছে। অস্ট্রেলিয়ার সাথে সেখানে ৩ জুন টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়া দল এখন ক্যারিবিয়ানে। সেখানে একমাত্র ওয়ার্ম আপ ম্যাচটা মিস করবেন শেন ওয়াটসন। মিস করতে পারেন প্রথম টেস্টও। কারণ দ্বিতীয় সন্তানের জন্মের জন্য সিডনিতে রয়ে গেছেন এই অলরাউন্ডার। এখন সন্তানের অপেক্ষায় তিনি। সময়ের আগেই ডমিনিকা যেতে চান ওয়াটসন। যাতে তাকে টেস্টের জন্য বিবেচনা করা হয়। কিন্তু তাকে পার্টনারের সাথে দেশে থাকতে হতে পারে।
“তারা আমাকে বলেছে আমার ট্যুর গেম খেলার দরকার নেই। ওখানে গিয়েও আমার নির্দিষ্ট পরিমান সময় দরকার। সবকিছু ঠিক থাকলে প্রথম টেস্ট খেলতে পারবো।” ওয়াটসন বলেছেন, “টি টোয়েন্টি ক্রিকেট খেলার পর এবং দীর্ঘ ভ্রমনের পর টেস্ট খেলার জন্য সময় দরকার। খেলার আগে তাই সময় দরকার।”
কোচ ড্যারেন লেম্যানের যুগ এখন অস্ট্রেলিয়ার ক্রিকেটে। আর এই কোচ তার খেলোয়াড়দের বলেছেন সবার আগে পরিবারের প্রাধান্য। পরিবার ঠিক থাকলে সব ঠিক থাকে। সেই ভরসাতেই নির্ভার থাকতে পারছেন ওয়াটসন।