সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > এফবিসিসিআই নির্বাচনে চেম্বার গ্রুপে জয়ী মাতলুবের প্যানেল

এফবিসিসিআই নির্বাচনে চেম্বার গ্রুপে জয়ী মাতলুবের প্যানেল

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক নির্বাচনে মাতলুব আহমাদের নেতৃত্বাধীন উন্নয়ন পরিষদের প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ পদে জয়লাভ করেছেন। ১৬ পরিচালকের মধ্যে ১২ জন বিজয়ী হয়েছেন উন্নয়ন পরিষদ থেকে।
অন্যদিকে মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বাধীন স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ থেকে ৪ জন বিজয়ী হয়েছেন। শনিবার রাতে বিজয়ী প্রার্থীদের নাম প্রাথমিকভাবে ঘোষণা করেছেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ।
নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমাদের উন্নয়ন পরিষদের চেম্বার গ্রুপ পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন, ময়মনসিংহ চেম্বারের আমিনুল হক শামীম ৩৩৫টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনিই প্রথম বিজয়ী। চুয়াডাঙ্গা চেম্বারের দীলিপ কুমার আগরওয়াল ৩১৮টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি ২য় বিজয়ী। কিশোরগঞ্জ চেম্বারের গাজী গোলাম আসরিয়া ৩১২টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি ৩য় বিজয়ী।
গোপালগঞ্জ চেম্বারের শেখ ফজলে ফাহিম ২৯৬টি ভোট পেয়ে জয়ী হয়েছেন, বরিশাল মেট্রোপলিটন চেম্বারের নিজাম উদ্দিন ২৯৫টি ভোট পেয়ে জয়ী হয়েছেন, নারায়ণগঞ্জ চেম্বার থেকে আলহাজ বজলুর রহমান ২৩৯টি ভোট পেয়ে জয়ী, নরসিংদী চেম্বার থেকে প্রবীর কুমার সাহা ২৮৫টি ভোট পেয়ে জয়ী হয়েছেন, বাংলাদেশ ইউমেন চেম্বার থেকে হাসিনা নেওয়াজ ২৫৫টি ভোট পেয়ে জয়ী হয়েছেন, মেহেরপুর চেম্বার থেকে নাগিবুল ইসলাম দিপু ২৪৯টি ভোট পেয়ে জয়ী হয়েছেন, সুনামগঞ্জ চেম্বারের মো. নূরুল হুদা মুকুট ২৪৭টি ভোট পেয়ে জয়ী হয়েছেন, গাজীপুর চেম্বারের আনোয়ার সাদত সরকার ২৩৯টি ভোট পেয়ে জয়ী হয়েছেন ও জামালপুর চেম্বারের রেজাউল করিম রেজনু ২১৩ টি ভোট পেয়ে জয়ী হয়েছেন।
এ প্যানেলে বাদ পড়েছেন কক্সবাজার চেম্বারের হেলাল উদ্দিন চৌধুরী, গাইবান্ধা চেম্বারের আবুল খায়ের মুরসালিন পারভেজ, ফরিদপুর চেম্বারের মাহবুবুর রহমান খান, ফেনী চেম্বার থেকে এ কে শাহেদ রেজা শিমুল।
এফবিসিসিআইয়ের বর্তমান প্রথম সহ-সভাপতি ও ইন্ট্রাকো গ্রুপের ভাইস-চেয়ারম্যান মনোয়ারা হাকিম আলী নেতৃত্বাধীন ‘স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ’র বিজয়ী প্রার্থীরা হলেন- মনোয়ারা হাকিম আলী ২৯৩টি ভোট পেয়ে জয়ী হয়েছেন, মানিকগঞ্জ চেম্বারের তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু ২৪৬টি ভোট পেয়ে জয়ী হয়েছেন, কুমিল্লা চেম্বারের মাসুদ পারভেজ খান (ইমরান) ২৩০টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। শেরপুর চেম্বারের মোহাম্মদ মাসুদ ও মুন্সীগঞ্জ চেম্বারের মোহাম্মাদ কোহিনুর ইসলাম একই ভোট পেয়ছেন। তারা পেয়েছেন ২০৫ ভোট। নির্বাচন কমিশনার আলী আশরাফ এ বিষয়ে বলেছেন, যেহেতু তার সমান ভোট পেয়েছেন তাই নির্বাচনী বিধি অনুযায়ী এ দুদজনের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ প্যানেলে বাদ পড়েছেন ১১জন। তারা হলেন, সাতক্ষীরা চেম্বারের আবুল কাসেম আহমেদ, লক্ষ্মীপুর চেম্বারের দেওয়ান সুলতান আহমেদ, কুষ্টিয়া চেম্বারের বিজয় কুমার কেজরিওয়াল, সিলেট মেট্রোপলিটন চেম্বারের হাসিন আহমেদ, জয়পুরহাট চেম্বারের মোহাম্মদ আমিনুল বারী, নড়াইল চেম্বারের মোহাম্মদ হাসানুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের তানজিল আহমেদ, নেত্রকোনা চেম্বারের হুমায়ুন রশিদ খান পাঠান (রোমেন), নীলফামারী চেম্বারের আব্দুল ওয়াহেদ সরকার ও বরিশাল উইমেন চেম্বারের আঞ্জুমান সালাউদ্দিন।
প্রসঙ্গত, শনিবার সকাল ৯টা থেকে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম