শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > দক্ষিণের দেশগুলোর সহযোগিতা বাড়াতে হবে

দক্ষিণের দেশগুলোর সহযোগিতা বাড়াতে হবে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ পারস্পরিক সহযোগিতা বাড়াতে দক্ষিণ-দক্ষিণের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৭ মে) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘সাউথ সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কোঅপারেশন ইন দ্য পোস্ট ২০১৫ ডেভেলপমেন্ট এজেন্ডা: ফিন্যান্সিং ফর ডেভেলপমেন্ট ইন সাউথ অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার’ শীর্ষক এক আন্তর্জাতিক সভায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমরা দক্ষিণের দেশগুলোর মধ্যে আরও সহযোগিতা চাই। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, খাদ্য নিরাপত্তা, উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি, এফডিআই, পুঁজিবাজার উন্নয়ন, বিশ্ববাজারের জন্য মানসম্পন্ন পণ্য উৎপাদন এবং বৈজ্ঞানিক গবেষণা ইত্যাদি বিষয়ে আমরা দক্ষিণের দেশগুলোর মধ্যে আরও সহযোগিতা বৃদ্ধি করতে চাই।

সভায় বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।