সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > হরতাল সমর্থনে জামায়াতের মিছিল

হরতাল সমর্থনে জামায়াতের মিছিল

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে জামায়াতের ডাকা দু’দিনব্যাপী হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে রমনা থানা জামায়াত-শিবির নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর মৌচাকে তারা এ মিছিল-পিকেটিং করে।
মিছিলে নেতৃত্বদেন রমনা থানা জামায়াতের নায়েবে আমির ড. আহসান হাবিব, থানা সেক্রেটারি এম জে রহমান, জামায়াত নেতা আতাউর রহমান সরকার, শিবির নেতা মোস্তাফিজুর রহমান ও মুরাদ হোসেন প্রমুখ।
ধানমন্ডিতে জামায়াতের মিছিল
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে জামায়াতের ডাকা দু’দিনব্যাপী হরতালের সমর্থনে রাজধানীর ধানমন্ডি’র শংকরে মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে তারা এ মিছিল করে।
মিছিলে নেতৃত্বদেন মহানগর কর্মপরিষদ সদস্য ও আদাবর থানা আমির মাও. দেলোয়ার হোসেন, ধানমন্ডি থানা আমির অ্যাডভোকেট জসিম উদ্দিন, হাজারীবাগের ভারপ্রাপ্ত আমির আব্দুল বারী আকন্দ, ধানমন্ডি থানা সেক্রেটারি মোহাম্মদ আলী, ছাত্র নেতা তারেক আব্দুল্লাহ, আহমেদ সৈকত ও সাকিব প্রমুখ।
মহানগর দক্ষিণ শিবিরের মিছিল
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে জামায়াতের ডাকা দু’দিনব্যাপী হরতালের সমর্থনে রাজধানীর ডেমরায় মিছিল করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
মঙ্গলবার সকাল ৭ টার দিকে শিবিরের ঢাকা মহানগর দক্ষিণের ক্রিড়া সম্পাদক আশরাফ আলী কাউছারের নেতৃত্বে মিছিলটি ডেমরার ডগাইর টেম্পো স্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয়।
মিছিলে অন্যান্যের মাঝে আরো ছিলেন ঢাকা মহানগর শিক্ষা সম্পাদক দেলোয়ার হোসাইন ও ডেমরা দক্ষিণ থানা সভাপতি ইমাম হোসাইন প্রমুখ।
জয়পুরহাটে শিবিরের মিছিল
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের মৃতুদন্ড রায় বহাল রাখার প্রতিবাদে জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে মিছিল করেছে ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখা।
মঙ্গলবার সকাল ৭ টায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় মিছিলে নেতৃত্ব দেন শিবিরের জেলা দপ্তর সম্পাদক ওমর ফারুক, জয়পুরহাট সরকারি কলেজ সভাপতি মাহফুজুর রহমান, শহর সভাপতি ইমরান হোসেন, শিবির নেতা শামিম ম-ল, আব্দুল্লাহ আল মাহমুদ, সওকাত হোসেন, মুজাহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও পাঁচবিবি উপজেলা ও কালাই উপজেলায় হরতালের সমর্থনে মিছিল করেছে ছাত্রশিবির নেতাকর্মীরা।
নোয়াখালীতে জামায়াতের মিছিল
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির দন্ডাদেশ বহাল রাখার প্রতিবাদে নোয়াখালীতে জামায়াতের ডাকা হরতাল চলছে।
হরতালের সমর্থনে জেলা শহর মাইজদী, চৌমুহনী, সোনাইমুড়ি, সেনবাগসহ বিভিন্ন জায়গায় মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
সকাল থেকে ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশ্যে কোন যাত্রীবাহী গাড়ি ছেড়ে যায়নি। সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে হরতাল সমর্থকরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত নোয়াখালীর কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াছ শরীফ জানান, হরতালে যে কোন প্রকার নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাব মোতায়েন করা হয়েছে। পরিস্থিত এখন শান্ত রয়েছে।