শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > গাজীপুরে ঝড়ে নিহত ২, আহত ১৫

গাজীপুরে ঝড়ে নিহত ২, আহত ১৫

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরে প্রচণ্ড ঝড়ে ২ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঝড়ের ফলে গাজীপুর মহানগরীর ভোগড়া, বাসনসড়ক, মালেকেরবাড়ি, জাঝর, ইশ্বড্ডাসহ বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, গাছপালা, দোকানপাট, বিদ্যুতের খুঁটি ও ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টা দিকে ওই সব এলাকায় প্রচণ্ড গতিতে ঝড় বয়ে যায়। ঝড়ের পরপর একপশলা শিলাবৃষ্টি হয়। ঝড়ে নাওজোর এলাকায় একটি বাড়ির দেয়াল ভেঙে সিরাজুল ইসলাম (৩০) নামের এক ভেকু চালক নিহত হয়েছেন। তার বাড়ি চট্টগ্রামে।
নিহত অপর জনের (৩৫) পরিচয় জানা যায়নি। তিনি বাসন সড়ক এলাকার একটি নির্মাণাধীন ৬য় তলা ভবনের ওপর থেকে পড়ে মারা যান।
নিহত ভেকু চালক সিরাজুলের সহকারী রাজন জানায়, বিকেল পৌনে ছয়টার দিকে ঝড় শুরু হলে ভাড়া বাসার ইটের ঘর ভেড়ে পড়লে সিরাজুল ইসলাম আহত হয়। তাকে হাসপাতালে আনার পথে মারা যায়। ঝড়ে গাছের ডাল, টিন ও দেয়ালধ্বসে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আহতদের গাজীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে এরা হলেন, রাজন (২৫), খায়রুল (৩০), বাসন সড়কের আলেকের বাড়ির ভাড়াটিয়া মাহবুবুর (৭)।
ঝড়ে ওইসব এলাকার বাড়ি ঘরের চাল উড়ে যায়, আধাপাকা ও কাঁচাবাড়ি ঘর ভেড়ে পড়েছে।