শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > ঢাকা ও চট্টগ্রাম ভেঙে আরও দুটি নতুন বিভাগ

ঢাকা ও চট্টগ্রাম ভেঙে আরও দুটি নতুন বিভাগ

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা ও চট্টগ্রাম বিভাগকে ভেঙে আরো নতুন দুটি বিভাগ করা হবে।
শনিবার সকালে র‌্যাবের হেডকোয়ার্টারে সংস্থাটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘উগ্র জঙ্গিবাদ দমনে র‌্যাব কার্যকর ভূমিকা রেখেছে, যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। র‌্যাবকে আধুনিক ও সমৃদ্ধ করতে যা যা প্রয়োজন সরকার তার সবই করছে।’
তিনি বলেন, ‘কোনোভাবেই দেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে দেব না। সেই কারণে র‌্যাবকে আরো বেশি তৎপর হতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা উন্নত না হলে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। উগ্র জঙ্গিবাদ সারা বিশ্বে ছড়িয়ে পড়লেও বাংলাদেশে জঙ্গি তৎপরতা কঠোরভাবে দমন করা হবে। জঙ্গিবাদ দমনে সরকারের অভিযান চলছে।’
তিনি বলেন, অপরাধের সংবাদকে গণমাধ্যম যেভাবে গুরুত্ব দিয়ে প্রচার করে, অপরাধ নির্মূলের পর সেই খবর গুরুত্ব দিয়ে প্রচার করে না।