রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

শেয়ার করুন

রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শাহজাহানপুরে র‌্যাবের সঙ্গে দবন্দুকযুদ্ধেদ মোবারক উল্লাহ মন্টি (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার ভোররাত ৩টর দিকে টিটিপাড়া সুইপর কলোনি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানায়। র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত মন্টি ফকিরাপুলে সুমী হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ছিলেন। ওই ঘটনায় জাহাঙ্গীর নামে এক আসামির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাতে মন্টিকে আটকে অভিযান চালানো হয়।
মন্টির আস্তানা ঘিরে ফেলার পরপরই তিনি এবং তার সহযোগীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে মন্টি গুলিবিদ্ধ হলে বাকিরা পালিয়ে যান।
পরে তাকে উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে বলে জানান এএসপি সাইফুল ইসলাম।
উল্লেখ্য, গত ১০ মার্চ মঙ্গলবার রাজধানীর ফকিরাপুল পানির ট্যাংকি সংলগ্ন হোটেল উপবনের পাশে রোকেয়া আহসান মঞ্জিলের ছাদ ও আশেপাশের তিনটি বাড়ির ছাদ থেকে সুমীর সাত টুকরা লাশ উদ্ধার করা হয়।