বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > এনামুলের সফল অস্ত্রোপচার

এনামুলের সফল অস্ত্রোপচার

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: স্কটল্যান্ডের বিপক্ষে খেলার সময় কাঁধে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন ব্যাটসম্যান এনামুল হক বিজয়। বৃহস্পতিবার রাতে মেলবোর্নের একটি হাসপাতালে তার সফল অস্ত্রোপচার হয়।

তিনি যাতে সুস্থ হয়ে তাড়াতাড়ি মাঠে ফিরতে পারেন এজন্য আবারও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সফল অস্ত্রোপচারের পর শুক্রবার তার ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করে দেশবাসীর কাছে দোয় চান তিনি।
এর আগে, গত মঙ্গলবার তার ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস পোস্ট করে তিনি একইসাথে তার হতাশা প্রকাশ করে সবাইকে তার জন্য প্রার্থনা করার অনুরোধ করেছেন। সঙ্গে ঝুলিয়ে রাখা হাতে একটি সেলফিও পোস্ট করেছেন তিনি।
এনামুল লিখেছেন-
“কাঁধের চোটের কারণে বিশ্বকাপে খেলতে না পারাটা ভীষণ দুঃখজনক। সবাইকে খুব মিস করছি, আর অধীর আগ্রহে অপেক্ষা করছি খেলার মাঠে ফেরার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন”।
অস্ট্রেলিয়ান চিকিৎসক গ্রেগ হয়-এর তত্ত্বাবধানে এখন চিকিৎসা চলছে এনামুলের। মেলবোর্নে প্রয়োজনে অপারেশন হতে পারে তার।
বিশ্বকাপ দলে তার জায়গায় খেলছেন ইমরুল কায়েস।