বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বেঁধে দেয়া সময়ের আগেই ঢাকা ছাড়লেন ২৭ কেজি সোনা চোরাচালানের সঙ্গে জড়িত উত্তর কোরিয়ার কূটনীতিক সন ইয়ং।
রোববার রাত ৯টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গোপনে ঢাকা ত্যাগ করেন।
এদিকে সোনা চোরাচালানের সঙ্গে কোরিয়া দূতাবাসের আরও কিছু কর্মকর্তা জড়িত বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
অপরদিকে, ঢাকায় নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে সোনা চোরাচালানে জড়িত কূটনীতিককে ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়। তখন উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত জানান যে, ওই কূটনীতিক রোববার রাতেই ঢাকা ছেড়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযুক্ত কূটনীতিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্যও উত্তর কোরিয়ার সরকারকে অনুরোধ জানায়। জবাবে উত্তর কোরিয়ায় রাষ্ট্রদূত দুঃখ প্রকাশ করেন এবং বিষয়টি তার সরকারকে জানাবেন বলেও জানান।
এর আগে তাকে ফিরিয়ে নেয়ার জন্য পিয়ংইয়ংয়ের কাছে অনানুষ্ঠানিক অনুরোধ জানানোর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আলাপ-আলোচনা করেছেন। চোরাচালানে আরও কোনো কর্মকর্তার সম্পৃক্ততা পেলে তাদেরও সরিয়ে নেয়ার অনুরোধ জানাতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা আলোচনা করেছেন।
বিমানবন্দরের একটি সূত্র জানায়, রোববার রাত ৯টার দিকে সন ইয়ং বিমানবন্দর দিয়ে চলে যাওয়ার দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিগন্যাল পেয়ে ইমিগ্রেশন বা এপিবিএনের দায়িত্বরত কর্মকর্তারা তাকে আটক করেননি। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম